Friday, March 27, 2020

অনলাইনে হাদীস পড়ার কিছু ভালো ওয়েবসাইট।

হাদিস
হাদিস (আরবিতে الحديث) হলো মূলত, মানবজাতির উদ্দেশ্যে বলে যাওয়া যরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানীর সমষ্টি বা জীবনাচরণ। হাদিসকে ইসলামিক সভ্যতার মেরুদণ্ড ও বলা হয়। কোরআন মাজিদের পর এটি হচ্ছে নৈতিক দিকনির্দেশনার উৎস। হাদিসকে অনেক সময় কোরআনের ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়।

পাঁচটি ওয়েবসাইট
আজকে আপনাদের এমন ৫ টি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি অনলাইনে হাদিস পড়তে পড়বেন। ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ধরনের হাদিস পাবেন যেমন, সিয়া, সুন্নি, ঈবাদি। প্রতিটি হাদিসের সাথে অনেক ধরনের বইও আছে। বই গুলোতে বিভিন্ন করনীয়, নিষিদ্ধ, বর্জনীয় কাজ সম্পর্কে বর্ণনা করা আছে।

আজকে আমি ছয়টি সুন্নি হাদিস এর বই নিয়ে আলোচনা করব। বই গুলো হচ্ছে, সহীহ আল বুখারী, সহিস মুসলিম, সুনান আবু দাউদ, সুনান আল নাসা, সুনান ইবনে মাজাহ। এ ছাড়াও এখানে বিভিন্ন লেখক এবং শিক্ষার্থীদের রচিত বইও পারবেন।

Hadith Collection
Hadith Collection একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি ভাল ভাল হাদিসের বই পেতে পারেন। এখানে আপনি, সহীহ বুখারী, সহীহ মুসলিম, আবু দাউদ সহ আরও অনেক হাদিসের বই পাবেন।

যেকোনো হাদিসের কালেকশনে ঢুকলে আপনি যেকোনো বইয়ের আরও অনেক সাব ক্যাটাগরি পাবেন। যেমন আপনি বুখারী শরিফ পড়তে চাইলে, বইটি সিলেক্ট করুন এবং সেখানে সব গুলো অধ্যায় দেখতে পারবেন।

অনলাইনে বই পড়ার পাশাপাশি আপনি চাইলে হাদিস গুলো পিডিএফ আকারেও ডাউন-লোড করবেন।

Search Truth
অনলাইনে হাদীস পড়ার আরেকটি ওয়েবসাইট হচ্ছে Search Truth। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এক সাথে একাধিক কাজ করতে পারবেন যেমন অনলাইনে কোরআন পড়া, নামাজের টাইম, হিজরি ক্যালেন্ডার, আরবি ডিকশনারি।

No comments:

Post a Comment

 
My WordPress Hi! You can put anything here, be sure not exceed the limit.